Image description

বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করবে। এই দফাগুলো দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির পাশাপাশি মানুষের অধিকার নিশ্চিত করবে।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাজী সাইয়েদুল আরও বলেন, “আওয়ামী লীগের সুবিধাভোগী দালালরা দলের কমিটিতে স্থান পাবে না। কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিট থেকে তারেক রহমানের কাছে ছবিসহ প্রমাণাদি পাঠানো হয়েছে, যা দিয়ে প্রমাণিত হয়েছে যে, আওয়ামী লীগের দালালদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। ত্যাগী নেতাকর্মীরা রাজপথে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ। তাদের ত্যাগ বৃথা যাবে না।”

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ। সঞ্চালনায় ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাহেবউল্লাহ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হযরত আলী মিলন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামসুল আলম সরকার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিধান কৃষ্ণ, উপজেলা মহিলা দলের নেত্রী ইরানী সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, পৌর শ্রমিক দলের সভাপতি এ কে আজাদ এবং গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব অ্যাড. রফিকুল ইসলাম রফিক প্রমুখ।