Image description

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ৪৮ বোতল ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটকের ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে স্থানীয়রা পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল (১০০ এমএল) ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ আটক করে। পরে তাদের সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন—আমিরাবাদের রমিজ উদ্দিন (৩৫), লোহাগাড়া সদরের নাজিম উদ্দিন (৪৫) এবং মুন্সীগঞ্জের তাজুল ইসলাম (৪৯)।

আটক রমিজ উদ্দিন দাবি করেন, লোহাগাড়া থানার এসআই কামাল হোসেন তাদের ফেনসিডিল দিয়ে পার্বত্য লামা উপজেলার আজিজ নগরে পাচারের নির্দেশ দিয়েছিলেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।