
মাদারীপুরের শিবচর উপজেলায় আড়িয়াল খাঁ নদে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং ‘লিটন চৌধুরী’ সেতু রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে শিবচরের শিরুয়াইল ইউনিয়নের নয়াবাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সেতুটি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আড়িয়াল খাঁ নদের উপর নির্মিত ৫৫০ মিটার দৈর্ঘ্য ও ৯.৮০ মিটার প্রস্থের ‘লিটন চৌধুরী’ সেতুটি ২০২৩ সালের ৪ নভেম্বর যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু শিবচর সদরের সঙ্গে দত্তপাড়া, শিরুয়াইল ও নিলখী ইউনিয়নের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে, যা এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করেছে। তবে, বর্ষার শুরুতে নদের শাসন বাঁধের অভাবে সেতুর কাছে নদের পাড়ে ভাঙন দেখা দিয়েছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি নদের পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে সেতুর দক্ষিণ পাশে নয়াবাজার পাড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়েছে, ফলে বেশ কিছু এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। সেতুটির নির্মাণে ১১টি স্প্যান, ৯টি পিলার এবং ১২৩টি পাইল ব্যবহৃত হয়েছে, যার পাইলের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার। ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মঈনউদ্দীন বাঁশি ও হামিম ইন্টারন্যাশনাল এই সেতু নির্মাণ করেছে।
মানববন্ধনে বক্তারা অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং সেতু রক্ষায় শাসন বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি পদক্ষেপ দাবি করেন।
Comments