
নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর মো. ফারুক (২৬) নামে এক যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের পুকুর থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
ফারুক ধানসিঁড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. খোকনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফারুক মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার পরিবার তাকে একাধিকবার চিকিৎসা করিয়েছিল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নবগ্রামের মন্টু মিয়ার প্রজেক্টের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Comments