কোম্পানীগঞ্জে ফ্রিজের সংযোগ দিতে গিয়ে প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফ্রিজের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক কুয়েত প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওরফে বুদ্ধি আলী আকবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চার মাস আগে কুয়েত থেকে ছুটিতে দেশে ফিরে নতুন ঘর নির্মাণ করেছিলেন। ঘটনার দিন সন্ধ্যায় ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই সন্তানের জনক সাইফুল আগামী ২৫ আগস্ট কুয়েতে কর্মস্থলে ফেরার কথা ছিল। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও গভীর শোক প্রকাশ করেছেন।
Comments