দহগ্রাম সীমান্তের সমস্যায় জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের দীর্ঘদিনের সীমান্ত সমস্যা সমাধানের দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে দহগ্রামের গুচ্ছগ্রাম বাজারে ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাবুদ্দিন মাস্টারের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পৌর আমির সোহেল রানা, সাবেক প্রধান শিক্ষক রোজানুর রহমান রেজা প্রমুখ।
বক্তারা বলেন, দহগ্রামের ১৮ হাজার বাসিন্দা স্বাধীনভাবে চলাচল করতে পারছেন না। ভারত নিয়ন্ত্রিত তিনবিঘা করিডোর দিয়ে যাতায়াতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিএসএফ ভারী গাড়ি যেমন বাস, ট্রাক বা কাভার্ড ভ্যান চলাচলে বাধা দেয়, ফলে কৃষকরা তাদের উৎপাদিত ধান, ভুট্টা পাটগ্রামের মূল ভূখণ্ডে নিতে পারছেন না। গবাদি পশু (গরু, ছাগল, মহিষ) দহগ্রামে আনতে দেওয়া হয় না, এমনকি সপ্তাহে ৬০টির বেশি পশু বিক্রির জন্য নিয়ে যাওয়ারও অনুমতি নেই। এছাড়া বেড়িবাঁধ নির্মাণ, দুটি বিজিবি ক্যাম্প স্থাপনসহ ১১ দফা দাবি উত্থাপন করে জামায়াত নেতারা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।
Comments