Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গ্রুপে এই অপপ্রচার চালানো হচ্ছে, যা নিঃসন্দেহে নির্বাচনী পরিবেশের জন্য হুমকি।

শুক্রবার দুপুরে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ হলের সামনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন আবিদুল। তিনি বলেন, তার একটি বক্তব্য বিকৃত করে বিভিন্ন গ্রুপে প্রচার করা হচ্ছে। ওই বক্তব্যে তিনি বলেছিলেন যে ছাত্রদলের প্যানেল দলের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে এবং দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই নির্বাচন করতে পারতেন, কিন্তু তারা শিক্ষার্থীদের চাহিদার কথা ভেবে তাদের সামনে এগিয়ে দিয়েছেন।

আবিদুল ইসলাম খান বলেন, অপপ্রচারের বিরুদ্ধে তাদের দেওয়া আসল ঘটনার পোস্টগুলো ডিলিট করে দেওয়া হচ্ছে। তিনি প্রতিপক্ষকে মিথ্যা প্রচারণা না চালিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ভিপি প্রার্থী আবিদুল বলেন, তারা নির্বাচিত হলে কার্জন হল, মোতাহার হোসেন ভবন ও মোকাররম ভবনের ক্যানটিনসহ সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

এদিকে, ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। এই সময়ের মধ্যে প্রচারণা চালালে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আবিদুল ইসলাম খান জানান, তারা এখনো আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেননি, কেবল শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন।