
নেত্রকোনার আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমাকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে আটপাড়ার বানিয়াজান ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় বিশৃঙ্খলা দেখা দেয়। অভিযোগ আছে যে, ইউএনও রুয়েল সাংমা সেখানে উপস্থিত হয়ে পুলিশের কাছ থেকে একটি লাঠি নিয়ে দুর্জয় (১৮) নামের এক তরুণকে মারধর করেন। ঘটনার পাঁচ মাস পর মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই ঘটনায় গত ১২ আগস্ট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান কবীর আদালতে একটি মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করেছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানকে প্রধান করে গঠিত এই কমিটির আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
অভিযুক্ত ইউএনও রুয়েল সাংমা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি কাউকে মারধর করেননি, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিলেন। অন্যদিকে, ভুক্তভোগী দুর্জয় জানান, ভিজিএফের চাল আনতে গিয়ে বিশৃঙ্খলার কারণে সামনে পড়ে গেলে ইউএনও তাকে মারধর করেন এবং একটি কাগজে স্বাক্ষর করিয়ে ছেড়ে দেন।
আদেশ অনুযায়ী, রুয়েল সাংমাকে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
Comments