Image description

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে, পূর্ণাঙ্গ সংস্কার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হবে। তিনি বলেন, “পূর্ণাঙ্গ সংস্কারের ভিত্তিতে এই নির্বাচন হতে হবে। যেনতেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না।”

শুক্রবার কুমিল্লায় এক 'নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ' শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, তারা একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চান। এর জন্য সব বৈধ দলের অংশগ্রহণের পাশাপাশি একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টাকে জাতির কাছে এটি পরিষ্কার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন জরুরি।”

জাতীয় পার্টিকে আওয়ামী লীগের "ফ্যাসিবাদের দোসর" আখ্যা দিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, "আমরা মনে করি, জনগণ আর জাতীয় পার্টিকে গ্রহণ করবে না।" তিনি বলেন, বিএনপি ছাড়া বাকি দলগুলো মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছে, যেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না।

তিনি আরও বলেন, "কোনো দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে, তবে বোঝা যায় জেতার জন্য তারা কোনো ম্যাকানিজম করেছে, যা তাদের জিতিয়ে দেবে। তাদের আর ভোটের প্রয়োজন হবে না।" যদি কেউ ভোটের আগেই বিজয়ী হতে চায়, তাহলে বোঝা যাবে তারা ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো একটি নির্বাচন করার পাঁয়তারা করছে, বলেও তিনি মন্তব্য করেন।