ডাকসু নির্বাচন
বাকেরকে টিপ্পনী কেটে হামিম, ‘আচরণবিধি লঙ্ঘন করা যাবে না’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর এখনো কয়েক দিন বাকি থাকলেও প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াতে ব্যস্ত। আড্ডা, গল্প ও কুশল বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ২৬ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে আনুষ্ঠানিক প্রচারণা নয়, শুধু কুশল বিনিময়ের মধ্যে থাকতে হবে।
শুক্রবার জুমার নামাজের পর ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন জাতীয়তাবাদী ছাত্রদলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিকেলে দুজনেই ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পুকুরপাড়ে মুখোমুখি হন। এ সময় হামিম হাসতে হাসতে আবু বাকেরকে উদ্দেশ করে বলেন, ‘বাকের, আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।’ এ কথায় আবু বাকেরও হেসে ফেলেন।
আবু বাকের বলেন, ‘জুমার নামাজের পর হলের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেছি। এটা আমার স্বাভাবিক জীবনের অংশ, প্রচারণা নয়। আনুষ্ঠানিক প্রচার ২৬ আগস্টের পর শুরু হবে।’ তিনি অভিযোগ করেন, কয়েকজন প্রার্থী ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘন করেছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অন্যদিকে, হামিম অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শহীদুল্লাহ হলে গিয়ে দোয়া চান। তিনি বলেন, ‘আমি শুধু কুশল বিনিময় করছি, প্রচারণা শুরু করিনি।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি মেনে চলার বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
Comments