ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য: জামায়াত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আবদুর রব বলেছেন, প্রয়োজনীয় সংস্কার সাধন করে সমানুপাতিক প্রতিনিধিত্ব (পি আর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তিনি জানান, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রীয় সংস্কার অপরিহার্য।
গত ২২ আগস্ট জুমাবার সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। প্রধান অতিথি মুহাম্মদ আবদুর রব বলেন, “জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী সংগঠন, যা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে। অতীতে কেয়ারটেকার সরকারের দাবি আমরা করেছিলাম, যা অনেকে তখন বুঝতে পারেনি। এখন পিআর পদ্ধতি নিয়েও কেউ কেউ সন্দিহান, কিন্তু সময়ের সাথে তারা এর প্রয়োজনীয়তা উপলব্ধি করবেন।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার, জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার এবং নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, কর্ম পরিষদ সদস্য দেওয়ান খোরশেদ আলম, মাওলানা আশরাফুল ইসলাম, নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।
মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “ষড়যন্ত্র মোকাবিলা করে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।”
মুহাম্মদ মমিনুল হক সরকার অভিযোগ করেন, “ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করছে। সরকারের উচিত এটি নস্যাৎ করার কার্যকর পদক্ষেপ নেয়া।”
ড. ইকবাল হোসাইন ভূইয়া বলেন, “আগামী নির্বাচনে জনগণ সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করবে।”
সভাপতি মুহাম্মদ হাফিজুর রহমান নির্বাচনী দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান, “জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।”
Comments