
অস্ট্রেলিয়াকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ত্রিভুবন স্তাবস এবং ম্যাথু ব্রিটজকের দারুণ ব্যাটিংয়ের পর লুঙ্গি এনগিডির অসাধারণ বোলিংয়ে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১৯৩ রানে অলআউট করে প্রোটিয়ারা।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ম্যাথু ব্রিটজকের ৮৮ এবং ত্রিভুবন স্তাবসের ৭৪ রানের ওপর ভর করে ২৭৭ রান তোলে। ৭৮ বলে ৮৮ রানের ইনিংস খেলার পথে ব্রিটজকে ক্যারিয়ারের প্রথম চারটি ওয়ানডেতে সবচেয়ে বেশি রান (৩৭৮) করার রেকর্ড গড়েন।
জবাবে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ১৯৩ রানেই অলআউট হয়ে যায়। জস ইংলিস সর্বোচ্চ ৮৭ রান করলেও দলের বাকিদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি। লুঙ্গি এনগিডি ৮.৪ ওভারে ৪২ রান খরচ করে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দেন। অসাধারণ বোলিংয়ের জন্য তিনিই ম্যাচসেরা নির্বাচিত হন।
Comments