Image description

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন,  বিগত ফ্যাসিস্ট আমলে সজীব ওয়াজেদ জয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মৌলবাদ নিয়ে মন্তব্যে কোনো পার্থক্য নেই। শুক্রবার (২২ আগস্ট) শাহবাগে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলে জয় বলেছিলেন, কোনো অবস্থাতেই যেন মৌলবাদী উত্থান না হয়। এখন একই কথা তারেক রহমানও বলছেন।" তিনি বিএনপি নেতাদের উদ্দেশে প্রশ্ন করেন, "আপনারা এতদিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেগুলো দক্ষিণপন্থীদের ভোট ছিল। একসময় আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এখন কেন তার বিপক্ষে কথা বলছেন?" 

তিনি আরও বলেন, "মৌলবাদীদের সঙ্গে এতদিন প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এখন তা বুঝতে শিখেছে। তাদের দাবি-দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই।"

ফয়জুল করীম বলেন, ৯২ শতাংশ মুসলমানের দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে তাতে আশ্চর্যের কিছু নেই, বরং না হলে সেটাই আশ্চর্যের। তিনি আসন্ন নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সমাবেশ শেষে একটি র্যালি বের করা হয়।