
ঝালকাঠিতে বাড়ির পাশের একটি পুকুর পাড় থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮ টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নিহত ও যুবকের নাম সোহেল কারিগর (৩০) তিনি ওই এলাকার মৃত জিন্নাত আলী কারিগরের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল মেকানিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তি সকালে ঘাস কাটতে গিয়ে তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তাদের ধারণা রাতে কেউ তাকে হত্যা করে এখানে ফেলে রাখছে।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments