
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের ব্রিজের নিচ থেকে মোঃ জাবেদ মিয়া (২৮) নামের এক যুবকের লাশ পাওয়া গিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত যুবক মোঃ জাবেদ মিয়া (২৮) নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের মোঃ আতিক মিয়া ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ ঘটিকায় হঠাৎ তার মোবাইলে একটি কল আসে এবং তাৎক্ষণিক জাবেদ ঘর থেকে বেরিয়ে যায়। আজ শুক্রবার সকাল ১১ টার দিকে এলাকার লোকজন ব্রিজের নিচে পানিতে উল্টো অবস্থায় তার লাশটি দেখতে পায়৷ খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে৷
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
Comments