
নোয়াখালীর হাতিয়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার এক সঙ্গী আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের চর হেয়ার আসাদ নগরে এই ঘটনা ঘটে বলে হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা নিশ্চিত করেছেন। পুলিশ ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করেছে।
নিহত যুবক লোকমান হোসেন (৩৫) শেরপুর সদর উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের কর্মী হিসেবে কাজ করতেন। তার আহত সঙ্গী মোস্তাফিজুর রহমান (২৮) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আটক তারেক আজিজ (৩৫) একই এলাকার একজন ইলেকট্রিক মিস্ত্রি।
পুলিশ জানায়, লোকমান ও মোস্তাফিজুর বিদ্যুৎ লাইনের কাজ শেষে ১৬০ কেজি অপ্রয়োজনীয় মালামাল বিক্রি করতে একটি ভাঙারি দোকানে গেলে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি তারেক আজিজসহ তিনজন তাদের আটক করেন। তারা চুরির অভিযোগ তুলে লোকমানকে রশি দিয়ে বেঁধে লোহার দণ্ড দিয়ে তার ডান হাতে ও পিঠে আঘাত করেন। ঘটনাস্থলেই লোকমান মারা যান। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী লোকমানকে মারধরের প্রমাণ পাওয়া গেছে।
ওসি আজমল হুদা জানান, বৃহস্পতিবার রাতে লোকমানের মরদেহ উদ্ধার করা হয় এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments