Image description

যশোরের কেশবপুরে ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরমান গাজী (১৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় রাজু হোসেন (১২) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়া মোড় এলাকায় কলাগাছি-ভেরচী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা আরমান ও রাজু গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। আহত রাজুকে আশঙ্কাজনক অবস্থা। তাকে হাসপাতালে ভর্তি কর হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।