Image description

ঢালিউডের মেগাস্টার শাকিব খান তার নতুন সিনেমা 'প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা'-এর প্রথম পোস্টার প্রকাশ করেছেন। শুক্রবার বিকেলে সামাজিক মাধ্যমে নির্মাতা আবু হায়াত মাহমুদ ও ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে শাকিব খান নিজেও পোস্টারটি শেয়ার করেন। এটি প্রকাশের পরপরই দেশের সিনেপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টারে দেখা যায়, অন্ধকার লালচে আবহে মানুষের ভিড়ে দাঁড়িয়ে আছেন এক চরিত্র যার দুই হাতেই পিস্তল। পোস্টারে বাড্ডা, উত্তরা, গাবতলী, মোহাম্মাদপুরের মতো ঢাকার বিভিন্ন এলাকার নাম লেখা আছে। নিচে বড় অক্ষরে লেখা- 'মেগাস্টার শাকিব খান - প্রিন্স - একদা এক সময় ঢাকাতে।'

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, এটি নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশনের মিশ্রণ থাকবে।

পোস্টারটি প্রকাশের পর শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন যে এই সিনেমাটি ঢালিউডের ইতিহাসে একটি মাইলফলক হবে।

জানা গেছে, সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং আগামী নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে। ছবিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকবেন, তবে তাদের নাম এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে।