Image description

চিলির অ্যান্টার্কটিক অঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় ড্রেক প্রণালীতে একটি শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় রাত ১০টা ১৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির ঝুঁকি নেই।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ দশমিক ৮ কিলোমিটার (প্রায় ৬.৭ মাইল) গভীরে। এর কেন্দ্র ছিল ড্রেক প্রণালীতে, যা দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার মধ্যে অবস্থিত একটি প্রায় ৫০০ মাইল চওড়া সাগরপ্রণালী। এটি আটলান্টিক ও প্যাসিফিক মহাসাগরের সংযোগস্থল হিসেবে পরিচিত।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সেনাপ্রেড) ভূমিকম্পটিকে মধ্যম মাত্রার বলে বর্ণনা করেছে এবং অ্যান্টার্কটিক অঞ্চলের জন্য একটি সতর্কতামূলক সতর্কতা জারি করেছে। তবে, চিলির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের সর্বদক্ষিণের অঞ্চল মাগ্যাইয়ানেসে কোনো ঝুঁকি নেই।