
দেয়াল টপকে ভারতের পার্লেমেন্ট ভবনে ঢোকার চেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি রেল ভবনের দিক থেকে গাছে চড়ে দেয়াল টপকে নতুন পার্লামেন্ট ভবনের গরুড়া গেটে পৌঁছান। নিরাপত্তা কর্মীরা তাঁকে গ্রেপ্তার করেছেন এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ভারতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার পরদিনই এ ঘটনা ঘটল।
গত বছরও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন ২০ বছর বয়সী এক ব্যক্তি সংসদের দেয়াল পার করে অ্যানেক্স ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। সেই ঘটনায় একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে শর্টস এবং টি-শার্ট পরা সন্দেহভাজন ব্যক্তি নিরাপত্তা কর্মীদের হাতে আটক হন। তবে তদন্তের সময় তাঁর কাছ থেকে কোনো বিপজ্জনক জিনিস পাওয়া যায়নি।
২০০১ সালে ভারতের সংসদে জঙ্গি হামলা হয়েছিল। ওই হামলার ২২ তম বর্ষপূর্তিতে দুই বছর আগে লোকসভার গ্যালারি থেকে চেম্বারের ভেতর ঝাঁপিয়ে পড়ে দুই যুবক। ওই দুই যুবক লোকসভায় ঢুকে হলুদ গ্যাস ছাড়েন। এ ঘটনায় পরে চারজনকে গ্রেপ্তার হয়েছিল ।
Comments