
জামালপুরের ইসলামপুরে অটল মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকা থেকে টারজান নামে এক ব্যক্তির অব্যবহৃত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটল মিয়া ওই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ভাঙনের শিকার হয়ে নিহত অটল মিয়ার মা জামালপুর শহরে বসবাস করেন। তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বগুড়ায় থাকতেন। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে অটল মিয়া রাগ করে জামালপুরে চলে আসেন। পরে তার ফুফাতো ভাই টারজানের বাড়িতে কয়েকদিন থাকার জন্য অনুরোধ করেন। তার ফুফাতো ভাই টারজান ঢাকা থেকে এসে ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় তার অব্যবহৃত বাড়ির চাবি অটল মিয়াকে বুঝিয়ে দিয়ে চলে যান। এরপর থেকে গত দুই দিন ধরে অটল মিয়া তার ফুফাতো ভাইয়ের বাড়িতে অবস্থান করছিল।
এদিকে শুক্রবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে অটল মিয়াকে ডাকতে গেলে ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, ঘরের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে একদিন আগে সে আত্মহত্যা করতে পারে। সুরতহাল করে মরদেহ থানায় আনা হয়েছে, ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
Comments