
এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা চুরির অপরাধে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বাংলাদেশি ও দুই পাকিস্তানিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত বাংলাদেশি ব্যক্তি এই দুই পাকিস্তানির সঙ্গে সমন্বয় করে জালিয়াতি করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) কুয়েতের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃত বাংলাদেশি ব্যক্তির নাম রাজু, যিনি কুয়েতের আল-জাজিরা ইন্টারন্যাশনাল জেনারেল ট্রেডিং কোম্পানিতে কর্মরত ছিলেন। অপর দুই পাকিস্তানি মির্জা জেনারেল ট্রেডিং কোম্পানিতে কাজ করতেন।
বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে প্রাথমিক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার পর বাংলাদেশি রাজুকে বাংলাদেশ অধ্যুষিত জিলিব আল-শুয়েখ এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫,০০০ দিনারসহ বিদেশে অবৈধ তহবিল স্থানান্তরের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি সিম, ব্যাংক কার্ড ও ফোন জব্দ করেছে গোয়েন্দারা। রাজুর কাছে বিভিন্ন এক্সচেঞ্জ থেকে অন্য দেশে অবৈধভাবে টাকা পাঠানোর স্লিপও পাওয়া গেছে। গোয়েন্দারা রাজুর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এবং বুথের ক্যামেরার মাধ্যমে তার সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, অপরাধীরা মূলত কুয়েতি ও প্রবাসীদের লক্ষ্য করে এটিএমের কার্ডলেস জালিয়াতির মাধ্যমে টাকাগুলো বুথ থেকে বের করত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধানও পেয়েছে।
Comments