Image description

বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজারে বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে কেন্দ্র করে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এসময় অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে সমাবেশ এবং যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন। তিনি লেখেন, “এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি?” তিনি তার পোস্টে যানজটে আটকে থাকা গণপরিবহনের কয়েকটি ছবিও যুক্ত করেন।

এ বিষয়ে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, “মিছিল-সমাবেশের কারণে কোনো ভোগান্তি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।”

জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল জানান, অমিত হাসান রবিন তার পোস্টে নিজ দল সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হওয়ায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অমিত হাসান রবিনের মন্তব্য জানার জন্য যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।