Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেছেন, এই কর্মসূচির জন্য উপাচার্য (ভিসি) ও প্রক্টর কেউই দায় এড়াতে পারেন না।

বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে নাছির উদ্দীন নাছির বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র মাটিতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীজ রোপিত হয়েছিল। অথচ আজ শিবির যুদ্ধাপরাধী নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ স্বাধীনতাবিরোধীদের ছবি টানিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার ওপর সরাসরি আঘাত করেছে।” তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মদদেই এই ‘জঘন্য কর্মকাণ্ড’ ঘটেছে।

ছাত্রদলের এই নেতা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংগঠনের কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি নিতে হয়। অনুমতি দেওয়ার আগে প্রক্টর কর্মসূচির বিষয়বস্তু যাচাই করেন। তাই আজকের ঘটনার দায় প্রক্টরের ওপরই বর্তায়। তিনি বলেন, “এই আয়োজন তার অনুমতি, সম্মতি ও পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব ছিল না।” নাছির এই ঘটনার জন্য প্রক্টরকে জবাবদিহি করার দাবি জানান।

নাছির উদ্দীন নাছির উল্লেখ করেন, অতীতে তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার গ্রাফিতি মোছার মতো ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। তার মতে, প্রশাসন ‘মব এবং গুপ্ত সংগঠনগুলোর’ প্রতি নীরব পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে।