Image description

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি ড্রোন শো-এর ছবি শেয়ার করেন, যার ক্যাপশনে লেখেন ‘সেল্ফ ক্রিটিক’ বা ‘আত্ম-সমালোচনা’। ছবিতে 'আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করতো এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে' - এমন একটি বার্তা ফুটে উঠতে দেখা যায়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। এই ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের অংশ হিসেবেই 'ডু ইউ মিস মি' শীর্ষক একটি ড্রোন শো অনুষ্ঠিত হয়। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক অ্যাকাউন্টে এই ড্রোন শো-এর একটি অংশ শেয়ার করেন।

এই বার্তাটি মূলত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের একটি সাম্প্রতিক ঘটনাকে ইঙ্গিত করে। গত সোমবার (৪ আগস্ট) মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্ট নিয়ে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়। ড্রোন শোতে প্রদর্শিত বার্তাটি এই ঘটনার দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা করা হচ্ছে।