
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পুরনো বাংলাদেশে ফিরে যেতে চান না, বরং একটি নতুন বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, দেশকে এগিয়ে নিতে দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুর উপজেলা বিএনপির বিজয় র্যালি শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
পুতুল জানান, দলের নির্দেশ মেনে চলা কর্মীদের দায়িত্ব এবং দল কোনো ব্যক্তির জন্য নয়। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে যুব সমাজের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, তারেক রহমান এমন যুব সমাজকে প্রতিষ্ঠিত করতে চান, যারা দেশ ও রাষ্ট্রের জন্য সম্পদে পরিণত হবে। তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানান, যাতে তারা দেশ ও পরিবারের জন্য সম্পদে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Comments