
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে পুলিশ বাগানের একটি কক্ষ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাগানের সহকারী ব্যবস্থাপক কপিল উদ্দিন লিটন, কর্মচারী নিরঞ্জন গোয়ালা এবং আক্কেল প্রধানকে আটক করেছে।
নিহত ইমাম উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার রাতে কিছু লোক ইমামকে বাগানের একটি কক্ষে আটকে রেখে মারধর করে। মঙ্গলবার সকালে খবর পেয়ে নিহতের স্বজন ও এলাকার শতাধিক মানুষ বাগানে জড়ো হন। তারা পুলিশকে মরদেহ উদ্ধার করতে বাধা দেন এবং জড়িতদের আটকের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, হত্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কেউ কেউ এটিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা বলে অভিযোগ করলেও, আবার কেউ এর পেছনে নারী-সংক্রান্ত বিষয় জড়িত থাকার কথা বলছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তিনি আরও জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
Comments