Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের আতাইঘাটে টাঙ্গন নদীর ওপর ব্রিজ না থাকায় চরম ভোগান্তির শিকার পীরগঞ্জ ও দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করছেন শত শত মানুষ। তবে কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনের জন্য প্রায় ৪০ কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ অনেকদূর এগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কনসালটেন্ট।

টাঙ্গন নদী পীরগঞ্জ ও সেতাবগঞ্জ উপজেলার সীমানা দিয়ে প্রবাহিত। আতাইঘাটে ব্রিজ না থাকায় জাবরহাট, দৌলতপুর, সেনগাঁও, হাজীপুর, রনগাঁও ও নাফানগর ইউনিয়নের মানুষ নৌকার ওপর নির্ভরশীল। নৌকায় যাতায়াত সম্ভব হলেও কৃষিপণ্য ও ভারী মালামাল পরিবহনের জন্য পীরগঞ্জ শহর ঘুরে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। এছাড়া, আতাইঘাটের দুই পাড়ে জাবরহাট ও সেতাবগঞ্জের বড় বাজার রয়েছে, যেখানে পণ্য বেচাকেনায় মানুষের ভোগান্তি চরমে। সেতাবগঞ্জ চিনিকলের ফার্ম থেকে আখ পরিবহনেও একই সমস্যা।

বর্ষায় নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ছাত্র-ছাত্রীদের বই-খাতা ভিজে যায়। স্থানীয় বাসিন্দা কাকন বালা জানান, নদীর পূর্ব পাড়ে তাদের একটি মন্দির রয়েছে, যেখানে বাৎসরিক মেলায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যেতে হয়। বিএনপি নেতা আকতার হোসেন বলেন, ব্রিজের অভাবে চরম অসুবিধায় রয়েছেন তারা। জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানান, ব্রিজ নির্মিত হলে যোগাযোগ ও আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

ইকিউএমএস নামে একটি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজমেন্ট কোম্পানীর সহকারী কনসালটেন্ট শাহরিয়ার হোসেন সিয়াম জানান, ব্রিজ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ অনেকটা এগিয়েছে। আরও দুটি টিম সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করবে, এরপর নির্মাণকাজ শুরু হবে। উপজেলা প্রকৌশলী মাঈদুল ইসলাম জানান, ব্রিজ নির্মাণ প্রক্রিয়া চলমান রয়েছে।