Image description

নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে নলকূপের পানি প্রবাহকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাদের মা শামীমা আক্তার আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)। ঘটনার পর থেকে সোহাগের চাচা মামুন, তার ছেলে দিদার ও বিদ্যুৎ পলাতক রয়েছেন।

শামীমা আক্তার জানান, “দিদারদের নলকূপের পানি আমাদের বাড়ির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছিল। এ নিয়ে রানা তার চাচা মামুনের সঙ্গে কথা বললে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মামুন, দিদার ও বিদ্যুৎ রানাকে ছুরি দিয়ে আঘাত করে। সোহাগ এগিয়ে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে জখম করা হয়।”

রানা ঘটনাস্থলেই মারা যান, আর সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমা আক্তার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, “পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ জানায়, এখনও কাউকে আটক করা যায়নি এবং আইনি প্রক্রিয়া চলমান।