
রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর সাঁকোর পাড়ে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হানিফ ও সবুজ নামে দুজন নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শরীফ ও জুয়েল নামে আরও দুজন আহত হয়ে পুলিশ হেফাজতে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, নিহত ও আহতরা সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ্যরাতে নবীনগর ও বসিলা ৪০ ফিট এলাকার খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করে। ভোর ৪টার দিকে দ্বিতীয় দফায় ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয়রা তাদের ঘেরাও করে গণপিটুনি দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, আহত সুজন ওরফে বাবলু ও ফয়সাল এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের প্রধান জনি ওরফে রক্তচোষা জনির ঘনিষ্ঠ। এরা নিয়মিত ছিনতাই করে বাসিন্দাদের অতিষ্ঠ করে তুলেছে। তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ছিনতাইকারীদের প্রকাশ্য কার্যক্রম চললেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি। গ্রেফতারের পর জামিনে বের হয়ে তারা পুনরায় ছিনতাই শুরু করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুজন মারা গেছেন, জুয়েল ও শরীফ চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন রোডে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত ও আরেকজন আহত হন।
Comments