Image description

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের দশমাইল দশমী এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাহার আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহার আলী চুয়াডাঙ্গার পুরাতন ভান্ডারদোহা ভেদড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ইজিবাইকে থাকা ছয়জন যাত্রী গুরুতর আহত হন এবং চালক সাহার আলী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিন্দুরিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা তৌফিক জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরিনা ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে পাঁচজন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”