
রাজশাহীর পুঠিয়া উপজেলার জেকেরের মোড় নামক স্থানের কলার ক্ষেত থেকে পুঠিয়ার জরমডাঙ্গা গ্রামের নীলতাব আলীর ছেলে সোহেল (২৩) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুঠিয়া থানা পুলিশ।
নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে,মঙ্গলবার সন্ধার ৭টার পরে তার স্ত্রীকে বলে আমি সিএনজি চালাতে যাব। আমার আসতে রাত হবে। বলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরের দিন বুধবার সকালে ৭;৩০ টার দিকে জেকেরের মোড়ের কলার ক্ষেতে কৃষক মোঃ আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো বিবস্ত্র অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। হয়। এক পর্যায়ে শত শত এলাকা বাসি দেখতে ভিড় করতে থাকে। নিহতের গলাতে তার লুঙ্গি দিয়ে পেচানো ছিল। সময় পুঠিয়া থানায় খবর দিলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে পুঠিয়া থানা ইনচার্জ কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments