
অনেকদিন ধরেই দৃষ্টির অগোচরে নন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। সিনেমা কিংবা কোনো আয়োজনে সরাসরি কোথাও তাঁকে দেখা যায়নি। সর্বশেষ চলতি বছর ফেব্রুয়ারিতে এক ঘটনার প্রেক্ষিতে প্রকাশ্যে এসেছিলেন তিনি। কারণ তাঁর বিরুদ্ধে জমি দখলের চেষ্টা করছেন-পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ উঠেছিল। এই অভিযোগ খণ্ডাতেই মূলত আড়াল ভেঙে সামনে এসেছিলেন।
আজ ১০ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই কাটাচ্ছেন তিনি। পপি বলেন, ‘যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনও শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। আমার ফ্যান ক্লাবগুলোও দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। কিছু এতিমখানায় কোরআন খতম ও খাবারের আয়োজন করা হয়েছে।’
এদিকে, বিশেষ এই দিনে জীবনের উপলব্ধিও শেয়ার করেছেন পপি। গণমাধ্যমে তিনি বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে শুধু এতটুকু বলতে চাই-আমার জীবন থেকে নেওয়া এই উপলব্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন, কিন্তু নিজের পায়ের তলার মাটি শক্ত না করে, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তীতে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত, দর্শকদের আগামী দিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজন মানুষের দেওয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়।’
যোগ করে তিনি বলেন, ‘একটা সময় আমি মনে করতাম পরিবারের সবাই আমার। পরে সবাই যাঁর যাঁর মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দেখলাম কেউই আর আমার না। আমাকে কঠিন আঘাত দিয়ে, সমাজের কাছে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে শূন্য করে দিয়ে গেছে আমার মা-বোনেরা। আমি আমার ইন্ডাস্ট্রির মানুষকে সেই সময়টাতে পাশে পেয়েছি। নায়িকা পপিকে নয়, ব্যক্তি পপিকে উপলব্ধি করে তাঁরা পাশে দাঁড়িয়েছিল। আমি সত্যিই কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে।’
বর্তমান সংসারজীবন নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমার স্বামী আদনান প্রসঙ্গে বলব, ও আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাকে আগলে রেখেছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। শেষ কথা শুধু এটুকুই বলব, কেউ কেউ আমার মায়ের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা সংবাদ প্রচার করেছেন বা করছেন-এটা উচিত নয়। সত্য প্রকাশে আপসহীন থাকতে হয়।’
Comments