
সৎ মানুষদের রাজনীতিতে আসতেই হবে। ৫৪ বছর ভালো মানুষেরা রাজনীতিতে আসেনি বলেই দুর্বৃত্তরা দেশকে নিয়ন্ত্রণ করে দুঃশাসন প্রতিষ্ঠা করেছে। ভালো মানুষের দল, জনতার দল। দেশের মানুষের কথা চিন্তা করে আমরা দল গঠন করেছি। আমরা দেশের পরিবর্তন করতে চাই। দেশের জনসাধারণ যাতে ভালো থাকে, কিভাবে ভালো রাখা যায়, সেই লক্ষ্যে কাজ করবে জনতার দল।
গাজীপুরের কালীগঞ্জে জনতার দলের আয়োজনে আলোচনা সভায় জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী এ সব বলেন।
বধুবার (১০ সেপ্টেম্বর) সকালে জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার দল উপজেলা আহবায়ক মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জনতার দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মো. আযম খান। বিশেষ বক্তা জনতার দলের মুখপাত্র ও সমন্বরক মেজর (অব.) ডেল এইচ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) মাহবুবুল আলম, রাহেলা পারভীন শিশির, হাসিনা কামাল।
উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মুহাম্মদ নোমান এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কর্ণেল (অবঃ) মোঃ আবুল কালাম জাকি, যুগ্ম মহাসচিব মেজর (অব.) মোঃ জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, মেজর (অব.) মোঃ বদরুল আলম সিদ্দিকী, গাজীপুর জেলা আহবায়ক হাজী শামসুদ্দিন আহমেদ, সদস্য সচিব আবু জাফর রিপন প্রমূখ।
আলোচনা সভা শেষে দলের চেয়ারম্যান ও মহাসচিব দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয় উদ্বোধন করেন এবং নতুন কার্যালয়ে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Comments