Image description

চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে হেযবুত তওহীদ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। "রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা ও তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা" শীর্ষক এ বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়।

জেলা শাখার সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে ও কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমীর জসেব উদ্দীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন। তিনি তার প্রবন্ধে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার একটি সুস্পষ্ট রূপরেখা উপস্থাপন করেন।

গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমীর তানভীর আহম্মেদ, চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি আতিয়ার রহমান, দামুড়হুদা থানার সভাপতি কিনারুল ইসলাম, দর্শনা থানার সভাপতি আব্দুর রহমান, জীবননগর থানা সভাপতি আলী কদর এবং আলমডাঙ্গা থানা সভাপতি আসাবুজ্জামান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও হেযবুত তওহীদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা সমাজে ন্যায়, সত্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেন