ধানের শিষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, “সুন্দর বাংলাদেশ গড়তে হলে ধানের শিষে ভোট দিতে হবে। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী, তিনি কারাগারে গিয়েছেন কিন্তু কারও সঙ্গে আপোষ করেননি। বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চায়।”
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, “স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে গেছে। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের বার্তা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে।”
মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. মাহাবুব তালুকদারের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মো. সেলিম সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা বিএনপির সদস্য ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সাত্তার খান, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য ও বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন, বরিশাল জেলা কৃষক দলের সভাপতি মহসিন আলম, বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আবদুর রব খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন।
ব্যারিস্টার মনিরুজ্জামান বলেন, “তারেক রহমানের ৩১ দফা এ জাতির মুক্তির সনদ। গত ১৬ বছর আমরা তার নেতৃত্বে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। জনগণের গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপির লক্ষ্য।”
সমাবেশ উপলক্ষে দুপুর থেকে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। বিকেলে সমাবেশে জনস্রোত নেমে আসে।
Comments