
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর বেহেরপাড়া গ্রামে একটি বিয়েবাড়িতে চাঁদা দাবি করে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ইদ্রিস আলী মালত বুধবার (১০ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ সদর থানায় লিটু খান, জামির মোল্লা, দাদন ঢালী, আবুল ঢালী, তুহিন খান, রুবেল খানসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-১৬ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, আসামিরা বিয়েবাড়ি থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরে থাকা ১ লাখ টাকা নগদ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে একদল সন্ত্রাসী বিয়েবাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। টাকা না দিলে তারা হামলা ও ভাঙচুর চালায়, যার ফলে অতিথিরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে এই হামলা ও লুটপাট সংঘটিত হয়। এতে বিয়েবাড়ির আনন্দময় পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়।
অভিযুক্ত লিটু খান সাংবাদিকদের বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।” স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ছোটখাটো ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে, এবং তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
Comments