Image description

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরের উপজেলা পরিষদ সম্মেলনে কক্ষ এ কর্মসূচী পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোরশেদ আলম।

আলোচনা সভায় উপজেলা জামায়াত আমীর আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ইসলাম আলোচক মাহবুবুল আলম, খতিব আশফাকুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাখাওয়াত হোসেন তৌহিদ, ওসি আল হেলাল মাহমুদ, ইন্সট্রাক্টর আতিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনে ফিল্ড অফিসার আফজাল হক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ তুলে ধরেন। দেশ, সমাজ, পরিবার ও ব্যক্তি জীবনে হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করার পরামর্শ প্রদান করেন।

তারা আরও বলেন, হযরত মোহাম্মদ (সা.) সিরাত অবলম্বন করলে সমাজ থেকে দ্বন্দ্ব, সংঘাত ও বৈষম্য দুর হবে। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও উন্নয়ন কামনা করে দোয়া করা হয়।