Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাড়াইভিকরা এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষ্ণপুর ইউনিয়ন এলাকাবাসী এই মতবিনিময় সভার আয়োজন করেন।

স্থানীয় মুরুব্বী আওলাদ হোসেন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন। এ সময়- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন, কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মুফতি আবু বকর বিন আইয়ুবসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সভায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় ইসলামী যুব মজলিসের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও কোন দেশ প্রেমিক সরকার এ দেশ পায়নি। যারাই এসেছে তারাই অনিয়ম, দুর্নীতি আর জোড়-জুলুমের রাজত্ব কায়েম করেছে। এদেশের মানুষ ২৪- এর আন্দোলনে অদ্ভুত্থান ঘটিয়ে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত করেছে। মানুষ এখন পরিবর্তন চায়। পরিবর্তনের হাওয়া দেশের প্রতিটা কোনায় কোনায় বইতে শুরু করেছে। ইসলামী মতাদর্শের সরকারি কেবল পারে জনগণের আশা আর আকাঙ্খার বাস্তব রূপ দিতে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন, আওয়ামী লীগ তাদের কর্মের ফল পেয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে। তার পরিণতিতে তাদের এ দেশ ছেড়ে পালাতে হয়েছে। তারা বুঝেছিল তারা দীর্ঘ সময় যা করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে। প্রাণে বাচার জন্য তারা প্রকাশ্য দিবালোকে পালিয়েছে। এজন্যই মানুষের প্রথম কাজটা হলো তার কর্মকে ভালো করা। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে এদেশে ২৪- এর অভ্যুত্থানের মত ঘটনা ঘটেনি। যার জন্য হাসিনাকে পালাইতে হইল। রাতে পালাইলেও তো একটা কথা হইতো..।