Image description

আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ভারত আবারও আলোচনার টেবিলে ফিরবে এবং ‘সরি’ বলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা, আর ভোক্তার কথাই শেষ কথা।

মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে শুক্রবার (৫ সেপ্টেম্বর) লুটনিক বলেন, ‘আমি মনে করি, এক থেকে দুই মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে আসবে। তারা দুঃখ প্রকাশ করবে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা চুক্তি করতে চাইবে।
আর টেবিলে মোদি আসলে কিভাবে চুক্তি হবে তা ঠিক করবেন মার্কিন প্রেসিডেন্ট।’ 

লুটনিকের অভিযোগ, ভারত তার বাজার উন্মুক্ত করতে চায় না, রাশিয়ার কাছ থেকে কেনাকাটা বন্ধ করতেও রাজি নয়, আবার ব্রিকস জোটও ছাড়তে চাইছে না। 

তিনি বলেন, ‘তারা আসলে রাশিয়া আর চীনের মাঝখানে একটা স্বরবর্ণের মতো। যদি এমন কিছুই হতে চাও, হও। হয় ডলার ও তোমার সবচেয়ে বড় ক্রেতা আমেরিকাকে সমর্থন করো, নয়তো ৫০ শতাংশ শুল্ক মেনে নাও।’