Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা কামাল হোসেনের হামলায় সানোয়ার হোসেন (২৯) নামের জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীর নিহত হয়েছেন। এ ঘটনায় তার মা হাসিনা বেগম (৫৫) ও ছোট ভাই আরিফ হোসেন (১৯) আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের করাতী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার এক সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা কামাল হোসেনের সাথে ভাতিজা সানোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে বাড়ির পুকুর ঘাটলায় গেলে প্রতিপক্ষরা সানোয়ারকে ধারালো শাবল দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার মা ও ছোট ভাইকে পিটিয়ে জখম করা হয়।

নিহতের স্ত্রী আরজিনা আক্তার তন্বী জানান, “চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি স্বামী রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। একই সঙ্গে আমার শাশুড়ি ও দেবরকেও মারধর করেছে।”

আহত হাসিনা বেগম হাসপাতালে সাংবাদিকদের বলেন, “আমার দেবর কামাল হোসেন ও তার ছেলেরা প্রায়ই আমাদের উপর হামলা চালাতো। আজ প্রকাশ্যে আমার ছেলেকে শাবল দিয়ে আঘাত করে মেরে ফেলেছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৫) ও রাহাত হোসেনকে (২২) আটক করে।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “পারিবারিক দ্বন্দ্বে জামায়াতের ওয়ার্ড আমীর সানোয়ারের মৃত্যু হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টা্্
 ন্তমূলক শাস্তির দাবি জানাই।”

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বারী বলেন, “ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”