
দীর্ঘ এক যুগের বিরতির পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
এসব চুক্তি ও সমঝোতার মধ্যে দুই দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে যৌথ গ্রুপ গঠন, এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়াও, দুই দেশের পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ সংস্থা এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
উল্লেখ্য, দুই দিনের সরকারি সফরে শনিবার ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
Comments