
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মোকাদ্দেস নগর এলাকায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার ফাইম হোসেন (নয়ানখাল ডাকঘর পাড়া) ও সৈয়দপুর উপজেলার সবুজ আলী (খাদা মধুপুর পীর পুকুর)।
হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, ফাইম হোসেন, সবুজ আলীসহ তিনজন মোটরসাইকেলে করে হাতীবান্ধার ভারতীয় সীমান্তে ঘুরতে আসেন। ফেরার পথে মোকাদ্দেস নগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় তারা ছিটকে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই ফাইম ও সবুজের মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
Comments