তৌহিদ-ইসহাক বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেই একাত্তর ইস্যু

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দ্বিপাক্ষিক বৈঠক রোববার (২৪ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু উত্থাপিত হলেও, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ বিষয়ে কোনো উল্লেখ নেই।
বৈঠকের বিবরণ
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল উচ্চপর্যায়ের বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা এবং মানবিক বিষয়।
এছাড়া, সার্ক পুনরুজ্জীবন, ফিলিস্তিন সংকট এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়। বিবৃতিতে দাবি করা হয়, গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এই আলোচনা দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটায়। বৈঠকের পর তৌহিদ হোসেন ইসহাক দারের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন।
একাত্তর ইস্যু নিয়ে দ্বিমত
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তৌহিদ হোসেন জানান, “১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো আলোচনায় উঠেছে। এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে দুই পক্ষ একমত হয়েছে।” তবে, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার দাবি করেন, “১৯৭১ সালের অমীমাংসিত ইস্যু ১৯৭৪ সালে নিষ্পত্তি হয়েছে। তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ ২০০০ সালের শুরুতে এ বিষয়ের সমাধান করেছেন।” তৌহিদ হোসেন এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে স্পষ্ট জানান, বাংলাদেশ এই দাবির সঙ্গে একমত নয়।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি প্রকাশ করা হলেও, ১৯৭১ সালের ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য স্পষ্ট। পাকিস্তানের বিবৃতিতে এই স্পর্শকাতর বিষয়ের উল্লেখ না থাকায় আলোচনা আরও জটিলতার দিকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Comments