Image description

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অভিযোগ করেছেন যে, ঢাকার রাস্তা থেকে ২৫ বছরের পুরোনো বাস অপসারণের সিদ্ধান্ত নেওয়া হলে পরিবহন মালিকরা ধর্মঘটের হুমকি দিচ্ছেন। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সড়ক বিভাগ পুরোনো বাস ঢাকার রাস্তা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরিবহন মালিকরা ২৫ বছরের পুরোনো বাসকে ৩০ বছর হিসেবে গণ্য করার দাবি করছেন। তাদের দাবি না মানা হলে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে, ঠিক যেভাবে পাথর উত্তোলন বন্ধ করার সময় হয়েছিল। তিনি জানান, সরকার পুরোনো গাড়ি অপসারণে কাজ করছে এবং এটি সহজ হবে যদি এ ব্যাপারে জনমত গড়ে ওঠে। তিনি সবার উদ্দেশে বলেন, কালো ধোঁয়া নির্গমনকারী গাড়ির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকার সমস্যা বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধি ঠেকাতে ঢাকার বিকেন্দ্রীকরণ অত্যন্ত জরুরি। তিনি সাভার, গাজীপুর ও কেরানীগঞ্জের মতো এলাকাগুলোকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি বলেন, 'ভূমিদস্যুদের হাতে অমুক স্যাটেলাইট সিটি, অমুক স্যাটেলাইট টাউনশিপ না করে সরকার নিজেই এই কাজটি করতে পারে।'

এছাড়া, তিনি চট্টগ্রামের একটি খাস জমি দখলমুক্ত করার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভূমি উদ্ধার করা এবং তা দখলমুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ। তিনি উল্লেখ করেন, জমিটি দখলমুক্ত করার পর বড় বড় শিল্পপতিরা হাঁস-মুরগি চাষের কথা বলে জমিটি চেয়ে আবেদন করছেন, যা অবাক করার মতো। তিনি বলেন, পরিবর্তন শুধু সরকারের দিকে তাকালে হবে না, সকলকে এগিয়ে আসতে হবে।

গোলটেবিল বৈঠকে স্থপতি ইকবাল হাবিব বলেন, দেশের মাত্র এক শতাংশ ভূমি নিয়ে ঢাকা দেশের ৩২ শতাংশ জনসংখ্যা ধারণ করে এবং মোট জিডিপির ৩০ শতাংশের যোগান দেয়। তিনি বলেন, ১৯৭৪ সালে ঢাকার জনসংখ্যা ছিল ২ লাখ, যা ২০২৩ সালে ২ কোটিতে পৌঁছেছে।