
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় জননিরাপত্তার বার্তা দিতে একটি ভিডিও প্রকাশ করেছে ট্রাফিক পুলিশ। এতে দেখা যাচ্ছে, এক যুবক তার বান্ধবীকে কোলে নিয়ে বাইক চালাচ্ছেন। এই বিপজ্জনক কাজ ও আইন ভঙ্গের জন্য ওই যুবককে ৫৩ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকার সমান।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এই যুগল কোনো এক জায়গায় সিনেমার রোমান্টিক দৃশ্যের আদলে বাইক চালাচ্ছিল। ট্রাফিক পুলিশের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা হেলমেট বা অন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করেনি।
উত্তর প্রদেশের পুলিশ ভিডিওটি প্রকাশ করে লিখেছে, "রোমিও-জুলিয়েট নয়ডায় একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স ছিল বড় চালান, কোনো প্রেমের গান নয়! নিরাপদে গাড়ি চালান, নিয়ম মেনে চলুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।"
ভিডিওটির মন্তব্যে অনেকেই মজার ছলে প্রশ্ন করেছেন, জরিমানা কে দেবে—রোমিও, জুলিয়েট, নাকি তাদের বাবা-মা? একজন মন্তব্য করেছেন, যদি বাবা-মা জরিমানা দেন, তাহলে তাদের সম্পর্ক সবার সামনে চলে আসবে। তাই নিরাপদে বাইক চালানোর পরামর্শ দিয়েছেন তিনি।
Comments