পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক, ৬টি চুক্তি সইয়ের সম্ভাবনা

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ রোববার সকালে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে বসেছেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল সোয়া ১০টায় শুরু হওয়া এ বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
সকালে ইসহাক দার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। বিকেলে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুলশানের বাসায় সাক্ষাতের কথা রয়েছে।
ইসহাক দার গত শনিবার দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। পাকিস্তান বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বেলা দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম। সফরের প্রথম দিন তিনি পাকিস্তান হাইকমিশনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, সংস্কৃতি ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ১৯৭১ সালের ইস্যু নিয়েও আলোচনা হয়।
ইসহাক দার বলেন, “বাংলাদেশের সঙ্গে বৈঠক ইতিবাচক হবে। পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধির জন্য পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।” বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দেশের মধ্যে সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য, সংস্কৃতি, মিডিয়া, প্রশিক্ষণ ও ভ্রমণ সহজীকরণ বিষয়ক সমঝোতা। এই সফরকে দুই দেশের সম্পর্কের ‘নতুন অধ্যায়’ হিসেবে দেখছে ঢাকা ও ইসলামাবাদ।
Comments