জাজিরায় অপরাধ দমনে দৃষ্টান্ত স্থাপন করে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মাইনুল ইসলাম

শরীয়তপুরের জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিংয়ে অসাধারণ নেতৃত্বের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাজধানীতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ ঘোষণা দেন।
অপরাধ দমনে রেকর্ড সাফল্য
মাইনুল ইসলামের নেতৃত্বে জাজিরা থানা গত পাঁচ বছরে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। ২০২৫ সালের ৪ জুন থেকে ২৩ আগস্ট পর্যন্ত মাত্র ৭৯ কার্যদিবসে ২৬৩ জন আসামি গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজনৈতিক নেতা-কর্মী ১০১ জন, হত্যা মামলার আসামি ২৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ৩৫ জন, মাদক মামলার আসামি ৪৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ৬৭ জন এবং কিশোর গ্যাংয়ের সদস্য ১৬ জন। মাদকবিরোধী অভিযানে উদ্ধার হয়েছে ৪০১ পিস ইয়াবা, ৫৯০ গ্রাম গাঁজা ও উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন।
দক্ষ নেতৃত্বের প্রমাণ
২০০৬ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগ দিয়ে ২০১৫ সালে ওসি হিসেবে পদোন্নতি পান মাইনুল ইসলাম। জাজিরা থানায় যোগদানের পর তিনি মাদক নির্মূল, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, নম্বরবিহীন মোটরবাইক নিয়ন্ত্রণ, পদ্মার কুন্ডেরচরে নৌ টহল চালু এবং বিলাসপুরে বোমাবাজি ও সংঘর্ষ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ওসি মাইনুল ইসলামের প্রতিক্রিয়া
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বসিত মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং জাজিরা থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় সাফল্য। প্রিয় জাজিরাবাসী, আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও আস্থার কারণেই আমি ঢাকা রেঞ্জের ১৩ জেলা ও ৯৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছি। এই অর্জন আপনাদের প্রতিই উৎসর্গ করলাম।”
স্থানীয়রা বলছেন, ওসি মাইনুলের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, শরীয়তপুরের গৌরব। তার নেতৃত্বে জাজিরা থানা দেশের অন্যান্য থানার জন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
Comments