
বলিউড ও পাঞ্জাবি বিনোদন জগতে আবারও শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় পাঞ্জাবি কমেডি অভিনেতা জসবিন্দর ভাল্লা শুক্রবার সকালে মোহালিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
জসবিন্দর ভাল্লা তার হাস্যরস এবং সমাজের বিভিন্ন ইস্যুকে কৌতুকের মাধ্যমে তুলে ধরার জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। ২০০০ সালের দিকে পাঞ্জাবি বিনোদন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কমেডিয়ান হিসেবে তিনি দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন।
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'ক্যারি অন জাত্তা' সিরিজের অ্যাডভোকেট ধিলোন চরিত্র এবং 'ছনকাটা' সিরিজের চাচা ছত্রা চরিত্র। এছাড়া 'জাট অ্যান্ড জুলিয়েট', 'শিন্দা শিন্দা নো পাপা' এবং 'মহৌল থিক হ্যায়' সিনেমায়ও তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল।
Comments