Image description

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী টানেল সড়কে একদল তরুণের রুদ্ধশ্বাস বাইক স্টান্টে মুগ্ধ হয়েছেন পর্যটক ও পথচারীরা। পাঁচ জনের রাইডার দলের দুঃসাহসিক কৌশল দেখে দর্শকদের চোখ ছানাবড়া, ভয়ে গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা!

ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মোহাম্মদ ইলিয়াছ (৩৫) নেতৃত্বে এই দলটি ধীরগতিতে বাইক চালিয়ে অবিশ্বাস্য স্টান্ট প্রদর্শন করেন। এক পর্যায়ে ইলিয়াছ হ্যান্ডেল ছেড়ে বাইকের ওপর দাঁড়িয়ে দুই হাতে বল নিয়ে খেলেন এবং হাত তুলে নাচিয়ে জানান, তিনি চ্যালেঞ্জ জিতেছেন। তাঁর সঙ্গে আরও চারজন রাইডার দুটি বাইকে স্টান্ট করেন, যা দেখতে ভিড় জমান পর্যটকরা।

ইলিয়াছ বলেন, “স্টান্টের জন্য কঠোর অনুশীলন ও সেফটি গার্ড জরুরি। সার্টিফায়েড হেলমেট, নী গার্ড, হ্যান্ড গ্লাভস, স্নিকারস জুতা ও স্টান্ট মোডে থাকা ডাবল ডেকার বাইক ছাড়া এটি বিপজ্জনক। এটি সম্পূর্ণ বিনোদনের জন্য। প্রশিক্ষণ ছাড়া কেউ চেষ্টা না করার অনুরোধ করছি।”

তরুণ প্রজন্মের কাছে বাইক স্টান্ট এখন জনপ্রিয় বিনোদন। হলিউডের ‘মিশন ইম্পসিবল’ বা বলিউডের ‘ধুম-২’ সিনেমার মতো দৃশ্য আর শুধু পর্দায় নয়, তরুণরা গ্রুপ করে কঠোর অনুশীলনের মাধ্যমে এই কৌশল রপ্ত করছে। কর্ণফুলী টানেল সড়কের এই দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।